0.00
0

Summary

আমি গত সপ্তাহে প্ল্যান করেছিলাম
ঢাকা ভিতরেই কিন্তু একটু দুরে,কিছু সবুজ, খোলামেলা
প্লেস এক্সপ্লোর করবো
একদুটো জায়গা গেলাম, শেয়ার করলাম
সবার কথা খাজনার চেয়ে বাজনা বেশি 
তাই বাজনা বেশি না হয়, ধানমন্ডি তে পেলাম এই
সবুজ নিরিবিলি প্লেসটা CafeSoi3

নিরিবিলি ৩টা ফ্লোর নিয়ে,ইন্টিরিয়র টা সুন্দর,
তবে ছাদটা বেশি সুন্দর চাতালে টিন,
বৃষ্টিদিনে টিনের চালে ঝুমঝুমানি শব্দ অার পেপার ল্যান্টার্ন এর মৃদু আলো,চারপাশে সবুজ
সবমিলিয়ে খুব সুন্দর
(মশার কয়েল আর পর্যাপ্ত ব্যাবস্থা দেখেছি,তাই কমেন্ট সেকশনে ডেঙ্গু ডেঙ্গু চিল্লায়েন না )

তবে তবে তবে
বাজনার খরচ গেলেও,ঢাকার বাইরে খাবার প্রাইস রেন্জ কম,এখানে সামান্য বেশি (যেহেতু ভ্যাট থাকে অার লোকেশনের একটা ব্যাপার অাছে)

#যা_নিলামঃ
তান্দুরি চিকেন- ১৮৯/-
আর প্লেইন নান-৪৫/-

ভ্যাটসহ -২৬৯/- পড়লো

খাবারের স্বাদ ভালোই,
তারা সালাদের সাথে কোলস্লো বা মেয়ো টাইপ কিছু দিলে খুশি হতাম

#সার্ভিসঃ এভারেজ, উপরে বসেছিলাম , স্টাফ খাবার দিয়ে, কিছুক্ষন পর পর আসে, থাকেনা
( কাস্টোমার কে প্রাইভেসি দিতে i guess)

#লোকেশনঃ বাড়ি-৩০,রোড-০৩,ধানমন্ডি